হেলিকপ্টার বাতাসের চেয়ে ভারী অথচ উড্ডয়নক্ষম
হেলিকপ্টার বাতাসের চেয়ে ভারী অথচ উড্ডয়নক্ষম
এমন একটি আকাশযান যার উর্দ্ধগতি সৃষ্টি হয় এক বা একাধিক আনুভূমিক পাখার ঘুর্ণনের সাহায্যে, উড়োজাহাজের মত ডানার সম্মুখগতির সাহায্যে জন্য নয় । এই পাখাগুলো দুই বা ততোধিক ব্লেডের সমন্বয়ে গঠিত যারা একটি মাস্তুল বা শক্ত দন্ডকে কেন্দ্র করে ঘোরে। ঘুর্ণনক্ষম পাখার জন্য হেলিকপ্টারকে ঘূর্ণিপাখা আকাশযান বলা যায়।
হেলিকপ্টার
300px
লস এঞ্জেলস পুলিশ বিভাগের বেল ২০৬ হেলিকপ্টার
আকাশযানের প্রকারভেদ
সংক্রান্ত নিবন্ধসমূহের অংশ
বাতাসের চেয়ে হালকা গ্যাসের সাহায্যে উড্ডয়নক্ষম (aerostats)
Unpowered
Powered
• বেলুন
• এয়ারশিপ
বাতাসের চেয়ে হালকা গ্যাস এবং অ্যারোডাইনামিক উর্দ্ধগতির সাহায্যে উড্ডয়নক্ষম
Unpowered
Powered
• হাইব্রীড এয়ারশীপ
অ্যারোডাইনামিক উর্দ্ধগতির সাহায্যে উড্ডয়নক্ষম (aerodynes)
Unpowered
Powered
Unpowered fixed-wing
Powered fixed-wing
• গ্লাইডার
• ঝুলন্ত গ্লাইডার
• প্যারাগ্লাইডার
• ঘুড়ি
• Powered airplane (aeroplane)
• যন্ত্রচালিত ঝুলন্ত গ্লাইডারসমূহ
• যন্ত্রচালিত প্যারাগ্লাইডার
• Flettner airplane
• Ground-effect vehicle
Powered hybrid fixed/rotary wing
• টিল্টউইং
• টিল্টরোটর
• মনো টিল্টরোটর
• মনো টিল্টরোটর রোটারী রিং
• Coleopter
Unpowered rotary-wing
Powered rotary-wing
• Rotor kite
• অটোজাইরো
• জাইরোডাইন ("হেলিপ্লেন")
• হেলিকপ্টার
Powered aircraft driven by flapping
• Ornithopter
Other Means of Lift
Unpowered
Powered
• হোভারক্রাফট
• ফ্লাইং বেডস্টীড
• Avrocar
'হেলিকপ্টার' শব্দটি এসেছে ফরাসি hélicoptère এলিকপ্ত্যার্ শব্দটি থেকে যা গুস্তাভ দ্য পন্তন দ্যআমেকোর্ত ১৮৬১ সালে ব্যবহার করেন। এই ফরাসি শব্দটির উৎস আবার গ্রীক ἕλικ- হেলিক্ অর্থাৎ "স্পাইরাল" বা "ঘুর্ণন" এবং πτερόν প্তেরোন্ অর্থাৎ "পাখা" [১][২] শব্দ দুটি।
হেলিকপ্টারের সবচেয়ে বড় সুবিধা হলো হেলিকপ্টার একেবারে খাড়া ভাবে উড়তে(take off) এবং নামতে(landing) পারে, এ জন্য এর কোন রানওয়ে প্রয়োজন হয় না; হেলিকপ্টারের পাখাই একে ওড়ার জন্য প্রয়োজনীয় উর্দ্ধচাপ সরবরাহ করে। এই কারণে সঙ্কীর্ণ বা বিচ্ছিন্ন স্থানে যেখানে বিমান ওঠা নামা করতে পারে না, সেখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়। পাখার দ্বারা সৃষ্ট উর্দ্ধচাপ হেলিকপ্টারকে একই স্থানে ভেসে থাকতেও সাহায্য করে, ফলে হেলিকপ্টারকে দিয়ে এমন সব কাজ করানো যায় যা বিমানকে দিয়ে করানো যায়না, যেমন ক্রেন বা ঝুলন্ত ভারবাহক হিসেবে ব্যবহার।
হেলিকপ্টারের জন্ম অনেক আগে, মানুষের ওড়াউড়ির প্রথম অর্ধশতাব্দীর মধ্যে, হলেও ১৯৪২ সালে ইগর সিকোরস্কির তৈরি করা নকশার হেলিকপ্টারই প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়[৩] এবং প্রথম ১৩১টি হেলিকপ্টার তৈরি করা হয়[৪]। আবার প্রথমদিকের বেশীরভাগ হেলিকপ্টারের প্রধান পাখা দুটো করে থাকলেও একটি মূল পাখা এবং একটি অ্যান্টিটর্ক (antitorque) পেছনের পাখা সমৃদ্ধ নকশাগুলোই বিশ্বজুড়ে "হেলিকপ্টার" নামে স্বীকৃতি পেয়েছে।
এমন একটি আকাশযান যার উর্দ্ধগতি সৃষ্টি হয় এক বা একাধিক আনুভূমিক পাখার ঘুর্ণনের সাহায্যে, উড়োজাহাজের মত ডানার সম্মুখগতির সাহায্যে জন্য নয় । এই পাখাগুলো দুই বা ততোধিক ব্লেডের সমন্বয়ে গঠিত যারা একটি মাস্তুল বা শক্ত দন্ডকে কেন্দ্র করে ঘোরে। ঘুর্ণনক্ষম পাখার জন্য হেলিকপ্টারকে ঘূর্ণিপাখা আকাশযান বলা যায়।
হেলিকপ্টার
300px
লস এঞ্জেলস পুলিশ বিভাগের বেল ২০৬ হেলিকপ্টার
আকাশযানের প্রকারভেদ
সংক্রান্ত নিবন্ধসমূহের অংশ
বাতাসের চেয়ে হালকা গ্যাসের সাহায্যে উড্ডয়নক্ষম (aerostats)
Unpowered
Powered
• বেলুন
• এয়ারশিপ
বাতাসের চেয়ে হালকা গ্যাস এবং অ্যারোডাইনামিক উর্দ্ধগতির সাহায্যে উড্ডয়নক্ষম
Unpowered
Powered
• হাইব্রীড এয়ারশীপ
অ্যারোডাইনামিক উর্দ্ধগতির সাহায্যে উড্ডয়নক্ষম (aerodynes)
Unpowered
Powered
Unpowered fixed-wing
Powered fixed-wing
• গ্লাইডার
• ঝুলন্ত গ্লাইডার
• প্যারাগ্লাইডার
• ঘুড়ি
• Powered airplane (aeroplane)
• যন্ত্রচালিত ঝুলন্ত গ্লাইডারসমূহ
• যন্ত্রচালিত প্যারাগ্লাইডার
• Flettner airplane
• Ground-effect vehicle
Powered hybrid fixed/rotary wing
• টিল্টউইং
• টিল্টরোটর
• মনো টিল্টরোটর
• মনো টিল্টরোটর রোটারী রিং
• Coleopter
Unpowered rotary-wing
Powered rotary-wing
• Rotor kite
• অটোজাইরো
• জাইরোডাইন ("হেলিপ্লেন")
• হেলিকপ্টার
Powered aircraft driven by flapping
• Ornithopter
Other Means of Lift
Unpowered
Powered
• হোভারক্রাফট
• ফ্লাইং বেডস্টীড
• Avrocar
'হেলিকপ্টার' শব্দটি এসেছে ফরাসি hélicoptère এলিকপ্ত্যার্ শব্দটি থেকে যা গুস্তাভ দ্য পন্তন দ্যআমেকোর্ত ১৮৬১ সালে ব্যবহার করেন। এই ফরাসি শব্দটির উৎস আবার গ্রীক ἕλικ- হেলিক্ অর্থাৎ "স্পাইরাল" বা "ঘুর্ণন" এবং πτερόν প্তেরোন্ অর্থাৎ "পাখা" [১][২] শব্দ দুটি।
হেলিকপ্টারের সবচেয়ে বড় সুবিধা হলো হেলিকপ্টার একেবারে খাড়া ভাবে উড়তে(take off) এবং নামতে(landing) পারে, এ জন্য এর কোন রানওয়ে প্রয়োজন হয় না; হেলিকপ্টারের পাখাই একে ওড়ার জন্য প্রয়োজনীয় উর্দ্ধচাপ সরবরাহ করে। এই কারণে সঙ্কীর্ণ বা বিচ্ছিন্ন স্থানে যেখানে বিমান ওঠা নামা করতে পারে না, সেখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়। পাখার দ্বারা সৃষ্ট উর্দ্ধচাপ হেলিকপ্টারকে একই স্থানে ভেসে থাকতেও সাহায্য করে, ফলে হেলিকপ্টারকে দিয়ে এমন সব কাজ করানো যায় যা বিমানকে দিয়ে করানো যায়না, যেমন ক্রেন বা ঝুলন্ত ভারবাহক হিসেবে ব্যবহার।
হেলিকপ্টারের জন্ম অনেক আগে, মানুষের ওড়াউড়ির প্রথম অর্ধশতাব্দীর মধ্যে, হলেও ১৯৪২ সালে ইগর সিকোরস্কির তৈরি করা নকশার হেলিকপ্টারই প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়[৩] এবং প্রথম ১৩১টি হেলিকপ্টার তৈরি করা হয়[৪]। আবার প্রথমদিকের বেশীরভাগ হেলিকপ্টারের প্রধান পাখা দুটো করে থাকলেও একটি মূল পাখা এবং একটি অ্যান্টিটর্ক (antitorque) পেছনের পাখা সমৃদ্ধ নকশাগুলোই বিশ্বজুড়ে "হেলিকপ্টার" নামে স্বীকৃতি পেয়েছে।
Comments
Post a Comment