হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণ(Hiroshima and Nagasaki atom bomb blast)
হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণ
টেমপ্লেট:Campaignbox Pacific War
হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণ
মূল যুদ্ধ: প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ
পারমাণবিক বোমাবর্ষনের ধোঁয়া হিরোশিমা (বামে) এবং নাগাসাকি (ডানে)
তারিখ আগস্ট ৬ এবং ৯, ১৯৪৫
অবস্থান হিরোশিমা এবং নাগাসাকি, জাপান
ফলাফল যৌথবাহিনী
যুধ্যমান পক্ষ
মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জাপান
সেনাধিপতি
William S. Parsons
Paul W. Tibbets, Jr.
Shunroku Hata
জড়িত ইউনিট
Manhattan District: 50 U.S., 2 British
509th Composite Group: 1,770 U.S.
Second General Army: Hiroshima: 40,000
Nagasaki: 9,000
হতাহত ও ক্ষয়ক্ষতি
20 U.S., Dutch, British prisoners of war killed
90,000–166,000 killed in Hiroshima
39,000–80,000 killed in Nagasaki
Total: 129,000–246,000+ killed
১৯৪৫ সালের ৬ই আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা ফেলে এবং এর তিন দিন পর নাগাসাকি শহরের ওপর ফ্যাট ম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
অনুমান করা হয় যে ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় ১৪০,০০০ লোক মারা যান।[১][২] নাগাসাকিতে প্রায় ৭৪,০০০ লোক মারা যান এবং পরবর্তীতে এই দুই শহরে বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও ২১৪,০০০ জন।[৩][৪] জাপানের আসাহি শিমবুন-এর করা হিসাব অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগসমূহের ওপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় ধরে হিরোশিমায় ২৩৭,০০০ এবং নাগাসাকিতে ১৩৫,০০০ লোকের মৃত্যু ঘটে। দুই শহরেই মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিলেন বেসামরিক ব্যক্তিবর্গ।
জাপানের আত্মসমর্পণের পেছনে এই বোমাবর্ষণের ভূমিকা এবং এর প্রতিক্রিয়া ও যৌক্তিকতা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরে অধিকাংশের ধারণা এই বোমাবর্ষণের ফলে যুদ্ধ অনেক মাস আগেই সমাপ্ত হয়, যার ফলে পূর্ব-পরিকল্পিত জাপান আক্রমণ (invasion) সংঘটিত হলে উভয় পক্ষের যে বিপুল প্রাণহানি হত, তা আর বাস্তবে ঘটেনি।[৫] অন্যদিকে জাপানের সাধারণ জনগণ মনে করে এই বোমাবর্ষণ অপ্রয়োজনীয় ছিল, কেননা জাপানের বেসামরিক নেতৃত্ব যুদ্ধ থামানোর জন্য গোপনে কাজ করে যাচ্ছিল। [৬]
টেমপ্লেট:Campaignbox Pacific War
হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণ
মূল যুদ্ধ: প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ
পারমাণবিক বোমাবর্ষনের ধোঁয়া হিরোশিমা (বামে) এবং নাগাসাকি (ডানে)
তারিখ আগস্ট ৬ এবং ৯, ১৯৪৫
অবস্থান হিরোশিমা এবং নাগাসাকি, জাপান
ফলাফল যৌথবাহিনী
যুধ্যমান পক্ষ
মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জাপান
সেনাধিপতি
William S. Parsons
Paul W. Tibbets, Jr.
Shunroku Hata
জড়িত ইউনিট
Manhattan District: 50 U.S., 2 British
509th Composite Group: 1,770 U.S.
Second General Army: Hiroshima: 40,000
Nagasaki: 9,000
হতাহত ও ক্ষয়ক্ষতি
20 U.S., Dutch, British prisoners of war killed
90,000–166,000 killed in Hiroshima
39,000–80,000 killed in Nagasaki
Total: 129,000–246,000+ killed
১৯৪৫ সালের ৬ই আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা ফেলে এবং এর তিন দিন পর নাগাসাকি শহরের ওপর ফ্যাট ম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
অনুমান করা হয় যে ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় ১৪০,০০০ লোক মারা যান।[১][২] নাগাসাকিতে প্রায় ৭৪,০০০ লোক মারা যান এবং পরবর্তীতে এই দুই শহরে বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও ২১৪,০০০ জন।[৩][৪] জাপানের আসাহি শিমবুন-এর করা হিসাব অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগসমূহের ওপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় ধরে হিরোশিমায় ২৩৭,০০০ এবং নাগাসাকিতে ১৩৫,০০০ লোকের মৃত্যু ঘটে। দুই শহরেই মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিলেন বেসামরিক ব্যক্তিবর্গ।
জাপানের আত্মসমর্পণের পেছনে এই বোমাবর্ষণের ভূমিকা এবং এর প্রতিক্রিয়া ও যৌক্তিকতা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরে অধিকাংশের ধারণা এই বোমাবর্ষণের ফলে যুদ্ধ অনেক মাস আগেই সমাপ্ত হয়, যার ফলে পূর্ব-পরিকল্পিত জাপান আক্রমণ (invasion) সংঘটিত হলে উভয় পক্ষের যে বিপুল প্রাণহানি হত, তা আর বাস্তবে ঘটেনি।[৫] অন্যদিকে জাপানের সাধারণ জনগণ মনে করে এই বোমাবর্ষণ অপ্রয়োজনীয় ছিল, কেননা জাপানের বেসামরিক নেতৃত্ব যুদ্ধ থামানোর জন্য গোপনে কাজ করে যাচ্ছিল। [৬]
Comments
Post a Comment