মশার প্রমশার প্রজনন কমাতে কি কি করনীয়ঃ(mosquito killed)
মশার প্রজনন কমাতে কি কি করনীয়ঃ
জলা জমে মশা প্রজনন করে। তাই জল জমতে দেবেন না।
বালতি এবং জল রাখার পাত্রে বেশিদিন ধরে জল জমিয়ে রাখবেন না। দুদিন অন্তর তা পরিষ্কার করবেন।
গাছের টবে জমা অতিরিক্ত জল অপসরণ করুন। পরিমান মত জল দিন গাছে যাতে জলই জমতে না পারে।
মশার ডিম অপসারণ করতে টবের থেকে মাটি আলগা করুন, উপরের জঞ্জাল পরিষ্কার করুন রোজ।
বাড়ির আশেপাশে ড্রেন পৌরসভাকে দিয়ে পরিষ্কার রাখার ব্যবস্থা করুন। যাতে ড্রেনে নোংরা জল না জমে। ড্রেনের চারপাশে ব্লিচিং ছড়ানোর উচিত সপ্তাহে একবার করে। এই ড্রেনই মশার আতুর ঘর।
ঘরে ফুলদানি থাকলে তার জল দুদিন অন্তর পরিষ্কার করুন অবশ্যই।
জলা জমে মশা প্রজনন করে। তাই জল জমতে দেবেন না।
বালতি এবং জল রাখার পাত্রে বেশিদিন ধরে জল জমিয়ে রাখবেন না। দুদিন অন্তর তা পরিষ্কার করবেন।
গাছের টবে জমা অতিরিক্ত জল অপসরণ করুন। পরিমান মত জল দিন গাছে যাতে জলই জমতে না পারে।
মশার ডিম অপসারণ করতে টবের থেকে মাটি আলগা করুন, উপরের জঞ্জাল পরিষ্কার করুন রোজ।
বাড়ির আশেপাশে ড্রেন পৌরসভাকে দিয়ে পরিষ্কার রাখার ব্যবস্থা করুন। যাতে ড্রেনে নোংরা জল না জমে। ড্রেনের চারপাশে ব্লিচিং ছড়ানোর উচিত সপ্তাহে একবার করে। এই ড্রেনই মশার আতুর ঘর।
ঘরে ফুলদানি থাকলে তার জল দুদিন অন্তর পরিষ্কার করুন অবশ্যই।
Comments
Post a Comment